সমাজের আলো : বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্য নির্বাহী পরিষদ কলারোয়া উপজেলা শাখার এক সাধারণ সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি কলারোয়া শাখার আয়োজনে কলারোয়া পাবলিক ইউষ্টিটিউটের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা বাজুস এর সভাপতি বাবু গোপাল চন্দ্র দের সভাপতিত্বে ওই সভায় উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা বাজুস এর সভাপতি বাবু গৌর চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক বাবু মনোরঞ্জন কর্মকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-কলারোয়া উপজেলা বাজুস এর সাধারণ সম্পাদক বাবু হরেন্দ্র নাথ রায়। অনুষ্ঠান শেষে কলারোয়া উপজেলা বাজুস এর কমিটি গঠন ও অনুমোদ দেয়া হয়। নব-গঠিত কমিটির সভাপতি হলেন- আধুনিক দে জুয়েলার্স এর গোপাল চন্দ্র দে, সহ.সভাপতি আশুতোষ রায়, তপন কুমার রায়, নির্মল আমিন, সাধারণ সম্পাদক সন্ধ্যা জুয়েলার্স এর মালিক বাবু হরেন্দ্র নাথ রায়, যুগ্ম সম্পাদক অমল কুমার রায়, সহ.সম্পাদক পরিমল দত্ত, আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শংকর কুমার ঘোষ, সহ.সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র নাথ সেন, কোষাধ্যক্ষ নিত্য গোপাল রায়, দপ্তর সম্পাদক নারান মল্লিক, প্রচার সম্পাদক নিত্তরঞ্জন বসু, সদস্য সুজিত কুমার রায়, রামপ্রসাদ দাস, গণেশ চন্দ্র সিংহ, অভিজিৎ দত্ত, চিত্তরঞ্জন সেন, গৌরঙ্গ সোম, আনন্দ বিশ্বাস, অসীম কুমার দে, কমল কৃষ্ণ সেন প্রমুখ।

