সমাজের আলো ঃ আলোচিত বেষ্ট টিমের অন্যাতম সদস্য চাঁদাবাজির মামলার আসামি এখন সাংবাদিক। নাম অনিক । অনিকের পিতা মুকিত একজন নাশকতাকারি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অনিকের সাথে মুস্তাফিজ একসাথে সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের কাছে চাঁদা আনতে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয় । মামলায় জেল খেটেছেন। এখন তিনি সাংবাদিক।

