সমাজের আলো : সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য উপজেলা আওয়ামীলীগের বার বার নির্বাচিত সভাপতি এস এম জগলুল হায়দার এমপি মহোদয় পহেলা বৈশাখ এর শুভেচ্ছা জানিয়েছেন
সাতক্ষীরা ৪ আসনের ২০ টি ইউনিয়নবাসী সহ সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এমপি এস এম জগলুল হায়দার । গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এক শুভেচ্ছা বাণীতে এমপি জগলুল হায়দার বলেন, বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ও চিরন্তন প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আবহমান কাল থেকে বাঙালি জাতি নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, রীতি-নীতি ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করে আসছে।
বাংলা নববর্ষের উৎসব একটি অন্তর্ভুক্তিমূলক উৎসব। এর সাথে রয়েছে আদিবাসী জনগোষ্ঠীসহ বাংলাদেশের সকল নৃ-গোষ্ঠীর নিবিড় সম্পর্ক। পহেলা বৈশাখ সকল ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশা ও বয়সের মানুষের মাঝে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। নববর্ষের প্রেরণায় বাঙালির মাঝে উদার মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা নতুনভাবে জাগ্রত হয়, মানুষে মানুষে গড়ে ওঠে সাম্য, সৌহার্দ্য ও সম্প্রীতি।
এস এম জগলুল হায়দার এমপি আশা ব্যক্ত করে বলেন, অতীতের গ্লানি, দুঃখ, জরা মুছে অসুন্দর ও অশুভকে পেছনে ফেলে নতুন কেতন উড়িয়ে বাংলা নববর্ষ-১৪২৯ সকলের জীবনে আরও সমৃদ্ধি বয়ে আনবে। সেই সাথে নতুন বছরে সকল বাঙ্গালী নিজের নিরাপত্তায় তাঁরা তাদের নিজ জীবনের সচেতনতার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে অনন্য ভুমিকা রাখবেন। বাংলা নববর্ষের শুভেচ্ছার পাশাপাশি উপজেলাবাসি সহ সকলকে সাবধানে পথ চলা সহ সুস্থ্য সুন্দর ভাবে জীবন যাপন করার আহবান জানান। পরিশেষে এস এম জগলুল হায়দার এমপি দেশবাসীর কাছে জাতির জনক বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী সহ তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া চেয়েছেন।

