সমাজের আলোঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপ‌জেলার ১১ পদ্মপুকুর ইউনিয়নের পাখীমারা গ্রামের শারিরিক প্রতিবন্ধী মো: হাবিবুর রহমান তার মানবিকতা ও চিন্তাধারা আমাদের মতো বিত্তবান দৈহিক গঠনের মানুষকে আজ হার মানিয়েছে বি‌বেক বোধ কে ।যেখা‌নে একজন হা‌বিবু‌রের ম‌তো প্রতিব‌ন্ধি মানুষ সমা‌জের বাস্তব চিত্র ,তার এই অসামন‌্য অবদান‌ মানু‌ষের ভোলার নয়। যি‌নি আজ‌কের এই দুর্দশা কবলিত বানভাসী মানুষের রীতিমত বন্ধু হয়ে উঠেছে। সে নিজের প্রচেষ্টায় করোনাকালীন এই বিপর্যয়ে মানুষ যখন আ‌য়ের উৎস হা‌রি‌য়ে অনাহা‌রে দিন কাটা‌চ্ছে তখন হা‌বিবু‌রের মত প্রতিব‌ন্ধি মানুষ নিজ‌কে আর থে‌মে রাখ‌তে পার‌লো না। এবং সে নিজের অর্থ গরীব অসহায় মধ‌্য ধারাবা‌হিক ভা‌বে সা‌হি‌য‌্যের হাত বা‌ড়ি‌য়ে দেন বিপদগ্রস্ত মানু‌ষের মধ্য ।তার এই মানবিক এমন কর্মকান্ড পরিচালনা বর্তমান সমাজ‌কে শিক্ষা দি‌য়ে গেল । তার এই মহৎ প‌রিকল্পনাকে আমরা স‌্যালুট জানায় এবং মানুষরে প্রতি তার এই নিরন্তর ভালবাসা চির অমর হ‌য়ে থাক‌বে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *