আতাউর রহমান : আজ ৬ (ডিসেম্বর) রবিবার বিকালে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা সোনাবাড়ীয়া ইউনিয়নে বিভিন্ন যায়গায় মৌসুমে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে মাস্ক বিতরন ও জনসচেতনতা প্রচারাভিযান চালায়।এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আক্তার হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মনিরুল ইসলাম, ইউপি সদস্য ও অতিথি বৃন্দ। সবার হাসি খুশি মুখে রং-বেরঙের মাস্ক নিয়ে তাঁদের দিকে হাসিমুখে এগিয়ে গেলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা। প্রত্যেকের হাতে তুলে দিলেন একটি করে মাস্ক। এ সময় অন্তত শতাধিক জন নারী-পুরুষ ও শিশুদের মাস্ক পরিয়ে দেন। ইউএনও মৌসুমী জেরীন কান্তা জানান, শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। এর হাত থেকে রক্ষায় বিশেষজ্ঞরা মাস্ক পরার ওপর গুরুত্ব দিয়েছেন। শতভাগ মানুষকে মাস্ক পরতে উৎসাহিত করতে উপজেলা প্রশাসন প্রচারাভিযানে নেমেছে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত প্রচারাভিযান চলবে।




Leave a Reply

Your email address will not be published.