সমাজের আলো : আসন্ন সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভার নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেছেন ১০ জন সম্ভাব্য প্রার্থীরা। এদের মধ্যে সাতক্ষীরা পৌরসভার মনোনয়ন চেয়ে আবেদন করে ৭জন। আর কলারোয়া পৌরসভার নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছেন ৭জন। শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর। এর আগে গত ১ ডিসেম্বর দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে আবেদন আহবান করে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। দলীয় সূত্র জানায়, আসন্ন সাতক্ষীরা পৌর নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেছেন জেলা আওয়ামী লীগের বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর জোৎস্না আরা, সাবেক ছাত্রলীগ নেতা এজাজ আহমেদ স্বপন, সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য সৈয়দ আমিনুর রহমান বাবু ও দুবাই প্রবাসী শ্রমিক লীগ নেতা মাহমুদুল আলম। এছাড়া আসন্ন কলারোয়া পৌর নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করে। কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আমজাদ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও কলারোয়া পৌরসভার (ভারপ্রাপ্ত) মেয়র প্রধান শিক্ষক মোঃ মনিররুজ্জামান (বুলবুল) সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বিগত কমিটির দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ জানান, সাতক্ষীরা ও কলারোয়া পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে আবেদন আহবান করা হয়েছিল। ৫ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে কলারোয়া পৌর আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ৯টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ ২০ জন এবং সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতির বাসভবনে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ৯টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ ২০ জনকে নিয়ে বিশেষ বর্ধিত সভা আহবান করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।




Leave a Reply

Your email address will not be published.