সমাজের আলো : আশাশুনি সদরের দয়ারঘাট বেড়িবাঁধের নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান স. ম সেলিম রেজা মিলন লিখিত অভিযোগে জানান, দয়ারঘাট ওয়াপদা বেড়িবাঁধের নির্মাণ কাজ চলছে। চলমান কাজ প্রাক্কলন ও নকশা অনুযায়ী করা হচ্ছে না। ইউপি চেয়ারম্যানসহ একাধিক সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শী জানান, পাউবো কর্তৃপক্ষের উপস্থিতিতে বাঁধের কাজের পূর্ব প্রোফাইল স্থাপন করে বলা হয়েছিল, এই স্থান হবে বাঁধের মাঝখান। এখান থেকে ১৪ ফুট টপ হবে এবং রিভার সাইটে ৩৩ ফুট ও কাট্রি সাইটে ২২ ফুট স্লাব করা হবে। তারপর জিও ব্যাগ ও বাঁশ দেওয়া হবে। এমনকি পূর্বের নকশা ঠিক থাকলেও কাজে নকশা মানা হচ্ছে না। তিনি আরও বলেন, মূল নকশা অনুযায়ী যদি কাজ না হয় তাহলে আবারও এ জনপদের মানুষ বানের জলে ভেসে যাবে। এব্যাপারে বিষয়টি তদন্তপূর্বক প্রাক্কলন ও নকশা অনুযায়ী সঠিকভাবে কাজ করার ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানানো হয়েছে। ঠিকাদারের দুর্নীতি ও ওয়াপদা কর্তৃপক্ষের গাফিলতিতে এই জনপদের মানুষ বাঁধ ভেঙে যাতে আবারও পানিবন্দি না হয় সেব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এব্যাপারে পাউবো’র কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।




Leave a Reply

Your email address will not be published.