শেখ সিরাজুল ইসলাম : করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার অতীতের সকল রেকর্ড ছাপিয়ে গিয়েছে। কোন উপায় না পেয়ে সংক্রমণ ঠেকাতে সরকার একের পর এক কঠোর লকডাউন ঘোষণা করে যাচ্ছে। তাতে সুফলও মিলছে। বর্তমানে মৃত্যুর হার কিছুটা বেশী হলেও অনেকাংশে কমে এসেছে সংক্রমনের হার। কঠোর লকডাউন করোনা সংক্রমণ ঠেকাতে সহায়ক হলেও এর ক্ষতিকর প্রভাব পড়ছে দৈনন্দিন পরিশ্রম করে দিন আনা দিন খাওয়া হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মানুষের উপর। লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব পড়ছে রাস্তায় ভাড়ায় মোটরসাইকেল ইজি বাইক ও ভ্যান চালিয়ে খাওয়া মানুষ গুলোর উপর। তালা ব্রিজের মুখ টু খেশরা ইউনিয়নের শালিখা মোড় পর্যন্ত এই সড়কে প্রায় কয়েকশ মোটর ভ্যান ইজিবাইক ও ভাড়া মোটর সাইকেল চলাচল করে। গ্রামীণ সড়ক হলেও মুড়াগাছা খেশরা কলাগাছি খরিয়াটি কাটিপাড়া রাড়ুলি সহ পার্শ্ববর্তী এলাকার মানুষের তালা পাটকেলঘাটা সাতক্ষীরা খুলনা সহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য প্রায় সকলকেই প্রথমে শালিখা মোড় হতে ভ্যান ইজিবাইক অথবা মোটর সাইকেলে উঠতে হয়। এই সড়কের দুই ধার জনবসতি পরিপূর্ণ এলাকা হওয়ায় চলতি পথের মধ্যেও যাত্রী হয়ে থাকে। বর্তমানে দেশে কঠোর লকডাউন এর ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। অফিস-আদালত দূরদূরান্তের যানবাহন সহ প্রায় সবকিছু বন্ধ থাকার ফলে এই সড়কে মানুষের চলাচল প্রায় নেই বললেই চলে। সড়কটি প্রায় জনশূন্য হয়ে পড়ায় কর্মহীন হয়ে পড়েছে এই সড়কের এসব ক্ষুদ্র যানবাহন চালকরা। দূরদূরান্ত ও শহর এলাকার দু-একটা রিজার্ভ ভাড়া পেলেও প্রশাসনিক চাপের কারণে যাওয়া সম্ভব হচ্ছে না। উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে সীমাহীন কষ্টে আছেন এসব ক্ষুদ্র যানবাহন চালকরা। এবিষয়ে সড়কে একাধীক মোটরভ্যান ইজিবাইক ও মোটর সাইকেল চালকের কাছে লকডাউনের বিষয়ে জানতে চাইলে বলেন, ঘরে বসে থাকলে আমরা কি খাবো, আমাদের দিন আনা দিন খাওয়া, একদিন উপার্জন না করলে পুরো পরিবারকে না খেয়ে থাকতে হয়। তারা আরো বলেন বর্তমানে রাস্তায় কোন প্যাসেঞ্জার নেই, সারাদিন শালিখা মোড়ে বসে থেকে এলাকার ভিতরে যাতায়াতের জন্য ভাগ্যক্রমে দুই একজন প্যাসেঞ্জার হচ্ছে। কিন্তু তাতে চলছেনা সংসার। তাদের দাবি এই দুঃসময়ে আমাদের মত দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য সহায়তার ব্যবস্থা থাকলে আমাদের আর বাইরে বের হতে হতো না।




Leave a Reply

Your email address will not be published.