সমাজের আলো ; কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেয়া জমজ শিশুর নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু।মঙ্গলবার (২১ জুন) ওই স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারিতে জমজ শিশুর জন্ম দেন ঝুমুর নামে এক প্রসূতি। জন্মের পরই বাবা-মায়ের সম্মতিতে হাসপাতাল কর্তৃপক্ষ ওই দুই শিশুর নাম রাখেন পদ্মা ও সেতু। ওই নবজাতকদের বিনামূল্যে আজীবন চিকিৎসাসেবা দেয়ার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।ওই নবজাতকদের মা ঝমুর উপজেলার শশইয়া এলাকার সৌদিপ্রবাসী সোহাগের স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল বলেন, নরমাল ডেলিভারিতে নারীদের আগ্রহী করতে অনেক আগ থেকেই কাজ করছি। এই দুই নবজাতকও নরমালে হয়েছে। নবজাতক ও তাদের মা সুস্থ আছেন। জন্মের পরই তাদের নাম রাখতে বলে পরিবার। পরে আমি তাদের পদ্মা ও সেতু নাম দেই। তাদের জন্মের পর, নবজাতকদের ফুলেল শুভেচ্ছা এবং উপহার দেই। এ সময় ওই দুই শিশুর চিকিৎসা সেবা আজীবন ফ্রি করারও ঘোষণা দেয়া হয়।




Leave a Reply

Your email address will not be published.