সমাজের আলো : বিশ্বকাপ মিশনে টিকে থাকার লড়াইয়ে স্বাগতিক ওমানকে মঙ্গলবার রাতে ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ। প্রাথমিক রাউন্ডের ‘বি’ গ্রুপে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে যাওয়াতে আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে এই ম্যাচটি অবশ্যই জিততে হতো বাংলাদেশকে। হারলেই ছিটকে পড়তে হতো বিশ্বকাপ থেকে। এখন পরের ম্যাচে দুর্বলতম পাপুয়া নিউগিনিকে হারালেই জোর সম্ভাবনা থাকবে সুপার টুয়েলভে ওঠার। আগে ব্যাটিংয়ে নেমে ওমানিজ পেসারদের দাপুুটে বোলিংয়ের সামনে শুরুতে নাজেহাল বাংলাদেশ নাইম শেখের অর্ধশতকেও ২০ ওভারে ১৫৩ রানে গুটিয়ে যায়। জবাবে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং ও বাজে ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে দারুণ শুরু করে ওমান কোণঠাসা করে বাংলাদেশকে। কিন্তু শেখ মেহেদি হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনের আঁটসাঁট বোলিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরবর্তীতে সাকিব আল হাসান ৩ ও মুস্তাফিজুর রহমান ৪ উইকেট শিকার করলে শেষ পর্যন্ত ওমান ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রানের বেশি করতে পারেনি। ব্যাট হাতে ২৯ বলে ৪২ রান করে বল হাতেও অবদান রেখে গুরুত্বপূর্ণ জয় এনে দিয়ে ম্যাচসেরা হয়েছেন সাকিব।




Leave a Reply

Your email address will not be published.