সমাজের আলো : কৃষ্ণনগরে জোরপূর্বক পৈত্রিক সম্পত্তিসহ কবরস্থান জবর-দখলের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে গত ১৫ অক্টোবর সকাল ১০টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের অয়েজুদ্দিন গাজীর পুত্র নুরুল ইসলাম রনির পারিবারিক কবরস্থানসহ বসতভিটায়।অভিযোগের ভিত্তিতে জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নুরুল ইসলাম রনিসহ তার ভাইয়েরা পৈত্রিক সূত্রে রঘুনাথপুর মৌজার ৮১৪ খতিয়ানের ৪৫৮৬ দাগে ২ শতাংশ জমি দির্ঘ ৭৫ থেকে ৮০ বছর ধরে খাজনা দাখিলাসহ পারিবারিক কবরস্থান হিসেবে ভোগ দখল করে আসছে। সম্প্রতি এলাকার প্রভাবশালী ঠান্ডার আলী তরফদারের পুত্র দাউদ আলী তরফদার (৬৫), জমাত আলী তরফদারের পুত্র মিজানুর রহমান (৪০), জাহাঙ্গীর (৩৬), রবিউল্যাহ (৩৩), দাউদ আলীর পুত্র ফারুক তরফদার (৩৫) দলবদ্ধ হয়ে গত ১৫ অক্টোবর রনি গংদের পৈত্রিক কবরস্থান দখল করে নেয় এবং জমির কাছে আসলে তাদেরকে খুন জখমের হুমকি দেয় ।
অভিযুক্ত দাউদ আলী তরফদার জোরপূর্বক জমি দখলের কথা অকপটে স্বীকার করে জানান, দখলকৃত জমি নুরুল ইসলাম রনি গংদের এবং দাউদ আলী তার ভুল স্বীকার করে দখলকৃত জমি থেকে ঘেরা বেড়া উঠিয়ে নেওয়ার আশ্বাস দেন। কিন্তু দাউদ আলী তরফদার গংরা ঘেরা বেড়া না সরিয়ে নিয়ে বরং জমিটির দখল স্থায়ী করার বিভিন্ন অপকৌশলে লিপ্ত আছে বলে জানিয়েছেন ভুক্তভোগী রনি ও তার পরিবারের সদস্যরা।




Leave a Reply

Your email address will not be published.