পলাশ কর্মকার : কপিলমুনিতে রায় সাহেব বিনোদ বিহারী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২৪ এর প্রথম সেমি ফাইনাল রবিবার বিকালে সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত। খেলায় দেবহাটার গাজীরহাট প্রগতি সংঘ ট্রাইবেকারে ৩-১ গোলে পাইকগাছার তালতলা মেহরাব ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উঠেছে। ৮০ মিনিটের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ খেলায় উভয় দল কোন গোল করতে না পারায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়।

কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী সাধন ভদ্র, ব্যবসায়ী রামপ্রসাদ পাল, রানার্স-আপ পুরস্কারদাতা ব্যবসায়ী অজয় সাধু। এসময় উপস্থিত ছিলেন কেকেএসটি সভাপতি শেখ আব্দুর রশীদ, সহ-সম্পাদক শেখ আব্দুস সালাম, গুণীজন স্মৃতি সংসদের সভাপতি আব্দুস সবুর আল আমিন, সা: সম্পাদক সাংবাদিক পলাশ কর্মকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। ৪ঠা মার্চ দ্বিতীয় সেমি ফাইনালে ঐতিহ্যবাহী খুলনা মোহামেডান স্পোর্টিং ক্লাব সাতক্ষীরার তালা সৈকত ফুটবল একাডেমীর মুখোমুখি হবে। খেলায় গাজীরহাট প্রগতি সংঘের গোলরক্ষক রবিউল ইসলাম বিদ্যুৎ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা পরিচালনা করেন শেখ কামাল আহমেদ, স.ম নাজমুল বারী, জসীম উদ্দীন ও লুৎফর রহমান। রায় সাহেব বিহারী জন কল্যাণ ট্রাস্ট, ব্যবসায়ী ও সুধীবৃন্দের পৃষ্ঠপোষকতায় এবং কেকেএসপি’র পরিচালনায় এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published.