সমাজের আলো : শ্রাবণের আকাশ কখনো কালো
শ্রাবণের আকাশ কখনো সাদা
শ্রাবণের আকাশ কখনো নীল-সাদা
শ্রাবণের আকাশ কখনো মেঘে ঢাকা
কখনো দিন হয়ে যায় ভূতুড়ে রাত।

গুড়িগুড়ি বৃষ্টিতে ভিজে বাংলার কৃষক
সবুজ ফসলের স্বপ্ন মাখে মনে,
দামাল ছেলেরা খেলায় মাতে
শরীর বিলিয়ে কাদা মিলে
হয়ে যায় এক মাটির মানুষের প্রতিকৃতি।

সকলি স্বপ্ন দেখে বুকভরা হাসি
শ্রাবণ যেন এক খেলার বাঁশি।
শ্রাবণের দিনে ভেলা চালিয়ে
ছুটে চলি নীল সীমানা পেরিয়ে
ছুটি চলি অপরুপ বাংলার সাজে।

সকলি আনন্দে উল্লাসে কাঁটে বেলা
অন্ন আহার করতে নাহি খেয়াল
সোনার বাংলায় অপরুপ খাল-বিলের সাথে
বন্ধুর বেশে লুকোচুরি সারা বেলা ।
বাংলার প্রকৃতির সাথে মিলে-মিশে
সবই শ্রাবণেরই খেলা।
শ্রাবণে কখনো বৃষ্টি কখনো রোদ
কখনো হালকা ঝড়ো হাওয়া,
কখনো গরম কখনো হালকা ঠান্ডা,
এ যেন বাংলার মানুষের সাথে
শ্রবণের লুকোচুরি পথচলা।

শ্রাবণে বাংলার কৃষক কাদা মেখে
মেতে ওঠে জমি চাষে,
স্বপ্ন দেখে সোনালী ফসল
মোদের শত কষ্টের মাঝে
সোনার বাংলায় ফলে সোনার ফসল
সবই শ্রাবণের আশির্বাদ।

শ্রাবণের অশ্রুসিক্ত আকাশ
পাখি সব ব্যস্ত স্নানে গগন,
নবরুপে সজ্জিত গাছপালা
উপহার দিবে মোদের সবুজ প্রকৃতি
দিবে মোদের বিশুদ্ধ শ্বাস
সবই শ্রাবণের অবদান।

ছয় ঋতুর বাংলাদেশ
শ্রবণ এক ঋতুর অংশ বিশেষ
বর্ষা তার নাম,
শ্রবণ মোদের বাংলায় লেখা
বঙ্গবন্ধু শেখ মুজিবের অশেষ অবদান।




Leave a Reply

Your email address will not be published.