মোঃ জাহাঙ্গীর হোসেন : কলারোয়া জেলা পরিষদ সুপার মার্কেট ত্রিবার্ষিক পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।গতকাল ০৫ আগষ্ট ২০২২ ইং তারিখ শুক্রবার সন্ধ্যায় ৭:০০ ঘটিকায় কলারোয়া জেলা পরিষদ সুপার মার্কেটে ৪৬ জন ভোটারদের নিয়ে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।এই নির্বাচনে ৫ টি পদে মোট ১০ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

নির্বাচনে সভাপতি পদে :
১-মোঃ তৌহিদ আলম ৩৮ ( নির্বাচিত)
২- শ্রী লক্ষ্মন চন্দ্র ০৬ ভোট

সহ সভাপতি পদে:
১-শরীফ ৩৫ ( নির্বাচিত)
২-মোঃশহিদুল ইসলাম ১৯

সাধারণ সম্পাদক পদে:
১-শরিফুল ইসলাম শরীফ ৪০ ( নির্বাচিত)
২-মোঃ নজরুল ইসলাম ০৬

যুগ্ন সম্পাদক:
১-মোঃ জাহাঙ্গীর হোসেন ২১
২- সাহেব আলী ২৪ ( নির্বাচিত)

সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়:
মোঃ আবু সাঈদ আলম।

কোষাধ্যক্ষ পদে:
১-মোঃ জাহাঙ্গীর হোসাইন ১৯
২-জাহিদ হাসান সাজু ২৭ ( নির্বাচিত)

দপ্তর ও প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায়:
শারাফাত হোসেন নির্বাচিত হন।

এর আগে ১০০ ভাগ ভোট গ্রহণ শেষে গনমাধ্যমে কর্মীদের উপস্থিতিতে ভোট গণনা করেন নির্বাচন কমিশনার মোঃ আবু সাঈদ (যুগ্ন সাধারণ সম্পাদক,কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতি)।
মোঃ আশফাকুর রহমান সোহেল (সহ সভাপতি,কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতি)।
দিলীপ অধিকারি চান্দু (কোষাধ্যক্ষ,কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতি)।
মোঃ জাহাঙ্গীর হোসেন ( সভাপতি,গার্মেন্টস ব্যবসায়ী সমিতি)
মীর রফিকুল ইসলাম (সাধারণ সম্পাদক,গার্মেন্টস ব্যবসায়ী সমিতি)।
ভোট গণনা শেষে বেসরকারি ভাবে নিবাচনি ফলাফল ঘোষণা করেন কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলিমুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আরাফাত হোসেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *