হাফিজুর রহমান শিমুলঃ বিশ্বক‌বি রবীন্দ্রনাথ ঠাকু‌রের ৮১তম মহাপ্রয়াণ দিবস উপল‌ক্ষে কা‌লিগ‌ঞ্জে আ‌লোচনা সভা ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ২২ শে শ্রাবণ শ‌নিবার (৬ আগষ্ট) বি‌কাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কালিগঞ্জ রাজস্ব অ‌ফিস গনপাঠা‌র মিলনায়ত‌নে অনুষ্ঠা‌নের আ‌য়োজন করা হয়। রাজস্ব অ‌ফিস গনপাঠা‌রের সহ- সভাপ‌তি, বিশিষ্ট সা‌হি‌ত্যিক ও প্রবা‌ন্ধিক গাজী আ‌জিজুর রহমান এর সভাপ‌তি‌ত্বে আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার র‌বিউল ইসলাম।রাজস্ব অ‌ফিস গনপাঠা‌রের সাধারণ সম্পাদক এ‌্যাডঃ জাফরুল্লাহ ইব্রা‌হি‌ম এর সঞ্চালনায় সভায় বক্তব‌্য রা‌খেন
উপ‌জেলা লে‌ডিসক্লা‌বের সভাপ‌তি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধ‌মী‌নি সা‌মিরা খন্দকার, ওপার বাংলার দশরুপক সাংস্কৃ‌তিক সংগঠ‌নের সভাপতি ও বাসিক শিল্পী
অ‌রো‌বিন্দু ঘোষ, অধ্যাপক ড. উজ্জ্বল বঙ্গোপাধ্যায়, রবীন্দ্র সংগীত শিল্পী পুষ্পিতা গুহ ও সোমনাথ কর্মকার, খান বাহাদুর আহছানউল্লা ক‌লে‌জের অবসরপ্রাপ্ত অধ‌্যাপক হারুর অর র‌শিদ, বে-রসকারী উন্নয়ন সংস্থা সুশীল‌নের উপ-প‌রিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু। আরও উপস্থিত ছিলেন উপ‌জেলা শিল্পকলা একা‌ডে‌মির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবা‌দিক অ‌াশেক মে‌হেদী, লে‌ডিস ক্লা‌বের সম্পা‌দিক ইলা‌দেবী ম‌ল্লিক, মানব‌ধিকার সংগঠ‌নের সভাপ‌তি গাজী জাহাঙ্গীর কবীর, সাধারণ সম্পাদক প্রভাষক জি এম, অ‌তিয়ার রহমান, বি‌শিষ্ঠ আবৃ‌তিকার সা‌হিত‌্য ভঞ্জ চৌধুরী, আবৃত্তি শিল্পী বিশ্বরূপ ঘোষ প্রমুখ। এ অনুষ্ঠানে ওপার বাংলা থে‌কে আগত বিশিষ্ট ক‌বি, শিল্পী ও সা‌হি‌ত্যিক‌দের সম্মাননা ক্রেষ্ট এবং উক্তরীয় প‌রি‌য়ে সম্মান জানা‌নো হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *