কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় এক ইউপি সদস্যের জমিতে ঢুকে ৫শতক জমির ধান ক্ষেত নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষরা। এর প্রতিবাদ করাতে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্যের পরিবারের উপর হামলা চালায় তারা। তাদের সন্ত্রাসী হামলায় আলমগীর সরদার (৫৫), মিয়াজান সরদার (৪০) আহত হয়।

পরে এঘটনার প্রতিকার চেয়ে ইউপি সদস্য শাহাজান সরদার কলারোয়া থানায় ৪ জনের নামে একটি মামলা নং-৩৩(৯)২২ দায়ের করেন। উপজেলার ওফাপুর গ্রামের ক্ষতিগ্রস্ত ইউপি সদস্য শাহাজান সরদার জানান- প্রতিপক্ষ একই এলাকার মুজিবার রহমান, আব্দুল গফ্ফার, হাসান আলী ও ওজিয়ার রহমান তার জমিতে প্রবেশ করে ৫শতক জমিতে লাগানো ধানক্ষেত উপড়ে ফেলে দেয়। এসময় ইউপি সদস্য সহ তার পরিবারের সদস্যরা জানতে পেরে ঘটনা স্থানে গিয়ে প্রতিবাদ করাতে তারা ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে আলমগীর সরদার (৫৫) ও মিয়াজান সরদার (৪০) কে এলোপাতাড়ী ভাবে পিটিয়ে নিলাফোলা জখম করে। এসময় প্রতিপক্ষরা ২২.৮০০শ টাকা ছিনিয়ে নিয়ে জীবননাশের হুমকি দিয়ে চলে যায়। এসকল ঘটনার বিষয়ে উল্লেখ্য করে ১৯ সেপ্টেম্বর সকালে উপজেলার ওফাপুর গ্রামের ক্ষতিগ্রস্ত ইউপি সদস্য শাহাজান সরদার বাদী হয়ে ৪ জনের নামে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে অভিযুক্ত আব্দুল গফ্ফার, ওজিয়ার রহমান বলেন-তাদের সাথে মাঠের জমি নিয়ে আদালতে মামলা চলছে। থানায় যে মামলাটি করেছে তা সত্য নয়। হয়রাণী করার জন্য নাটকীয় কায়দায় মামলা করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.