ফারুক হোসাইন রাজ, কলারোয়া প্রতিনিধি:সৃজন অন্বেষণ শিবিল স্মরণে চিত্রাঙ্কন হামদ নাথ ও রচনা প্রতিযোগিতায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮২৯ জন শিক্ষার্থীর মধ্যে স্কুল সেরা পুরস্কার পেয়েছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বর্ষা মনি প্রিয়া৷ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে প্রয়াত শিক্ষার্থী আওনাফ আতিফ শিবিল স্মরণে শিবিল স্মৃতি বুক কর্ণারের আয়োজনে শিবিল মেমোরিয়াল ফান্ডের অর্থায়নে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে হামদ নাথ কবিতা আবৃতি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারিদের মধ্যে প্রতিটি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৬১ জন শিক্ষার্থীদের মাঝে অতিথিরা বই ও কলম পুরস্কার তুলে দেন৷

অনুষ্ঠানে অতিথিরা বলেন, কাজী আওনাফ আতিফ শিবিল ১৯৯৭ সালের ২২ সেপ্টেম্বর কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের শুভঙ্করকাটি গ্রামে জন্মগ্রহন করে৷ সে বাংলাদেশ ব্র্যাক ব্যাংকের ভাইসপ্রেসিডেন্ট কাজী আসাদুজ্জামান ও বিলকিস আক্তার দাম্পত্যের বড় ছেলে৷ শিবিল ২০১৯ সালের ৬ জানুয়ারিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে ভারতের ব্যাঙ্গালোরে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে৷ শিবিল স্মরণে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য তার পরিবার একটি পাঠাগার করে দিয়েছেন ও আজ শিবিলের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৬১টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের জীবনীগ্রন্থ সহ বিভিন্ন কবি সাহিত্যিকের লেখা বই পুরস্কার দেওয়া হয়েছে৷ এর মধ্যে গ্রাম বাংলার দৃশ্য অংকন করে স্কুল সেরা ফেলুদা সামগ্রী বই উপহার পেয়েছে পঞ্চম শ্রেণির ছাত্রী বর্ষা মনি প্রিয়া৷

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, বিশেষ অতিথি পৌর কাউন্সিলর ও স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জুলফিকারুজ্জামান জিল্লু, মাষ্টার শেখ শাহজাহান আলী শাহীন, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব বিএম আফজাল হোসেন পলাশ, মেহেরুন নেছাসহ অভিভাবক শিক্ষার্থী প্রমূখ৷কাজী আওনাফ আতিফ শিবিল ও তার পরিবারের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মুফতি মতিউর রহমান৷

 




Leave a Reply

Your email address will not be published.