শফিকুর রহমান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় সাব-রেজিষ্ট্রি অফিসে প্রকাশ্যে আর্থিক লেনদেন জনরোষে সাব-রেজিষ্ট্রারের পলায়ন করার অভিযোগ উঠেছে । বৃহস্পতিবার বিকাল ০৪ টার সময় উপস্থিত ভুক্তভূগিরা সাব-রেজিষ্ট্রি অফিসে মোটা অংকের ঘুষ লেনদেনের ভিডিও এবং ছবি মোবাইল ফোনে ধারন করে সাংবাদিক দের খবর দেয়।, সুনির্দিষ্ট তথ্য ও উপাত্তের উপর ভিত্তি করে স্থানীয় ও জেলার সাংবাদিক গন মোবাইল ফোনে ধারন কৃত ঘুষ বানিজ্যের ভিডিও সাব-রেজিষ্ট্রার সাহেদুর রহমান কে দেখিয়ে তার বক্তব্য চাইলে সাব-রেজিষ্ট্রার দলিল লেখা বন্ধ করে সাংবাদিকদের কাছে কিছু সময় প্রার্থনা করেন, ।এ সময় তিনি ৫০টির মতো দলিল তার টেবিলে স্বাক্ষর না করে অন্দর রুমে দলিল লেখক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক দের আলোচনায় বসেন। মিটিং পরবর্তী তে ৫০টির মতো দলিল রেজিস্ট্রি অসম্পন্ন রেখে নাস্তা করার নাম করে রেখে চলে যান। এ সময় সাব-রেজিষ্ট্রি অফিসে উপস্থিত সকল সাংবাদিকদের ও দুর্নীতি বিরোধি জনসাধারণের সঙ্গে সাব-রেজিষ্ট্রি অফিসের নাম ভাঙ্গিয়ে রাতারাতি কোটিপতি হওয়া কিছু দালাল মির্জাপুর গ্রামের সুমন,জয়নুদ্দীন,আলমগীর, হারুন,হাফিজ সহ ১০-১২ জনের সংঘবদ্ধ একটি চক্র উপস্থিত সাংবাদিক ও দুর্নীতি বিরোধি জনসাধারণের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে।তারা রেজিস্ট্রি অফিসের এই ভিডিও প্রকাশ করলে সাংবাদিকদের জীবননাশের হুমকি প্রদান করে। পরবর্তীতে মোবাইল ফোনে ধারন কৃত ঘুষ বানিজ্যের ভিডিও ও ৫০টির মতো দলিল রেজিস্ট্রি অসম্পন্ন রেখে যাওয়া, তার পৌষ্য লোকদিয়ে সাংবাদিকদের জীবননাশের হুমকি বিষয়ে বক্তব্যের জন্য তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক বার সাংবাদিক পরিচয়ে কল করলে ও তিনি মোবাইল রিসিভ করেননি। ঘুষ ও আর্থিক দুর্নীতির বিষয়ে কলারোয়া উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী জেরীন কান্তা জানান-দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স, ঘুষ বানিজ্যের ভিডিও টি আপনারা উপজেলা প্রশাসন বরাবর প্রেরণ করেন তথ্য প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।




Leave a Reply

Your email address will not be published.