হাফিজুর রহমান শিমুলঃ

কালিগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রাঙ্গণ থেকে র‌্যালীটি বাহির হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সম্মেলন কক্ষে “স্মার্ট বাংলাদেশ গড়ি ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ দীপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভোক্তা অধিকার কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার সানা, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুস সোবহানসহ ভোক্তা অধিকার উপজেলা কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন পবিত্র মাহে রমজানের এই মাসে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা খেজুর, কলা ,খিরায়সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে চলেছে। এজন্য কালিগঞ্জ উপজেলার ছোট বড় বাজার, মার্কেট ও দোকান ব্যবসায়ী প্রতিষ্ঠান মনিটরিং করতে অনুরোধ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন এসময়ে বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনশীল রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে এবং এটি যথাযথ অব্যাহত থাকবে।




Leave a Reply

Your email address will not be published.