সমাজের আলো : সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট স্টুডেন্ট প্রয়োজন রয়েছে। সে ক্ষেত্রে শিক্ষার্থীরা পারবে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে। স্মার্ট বাংলাদেশ গড়তে মোবাইলের ব্যাবহারই যতেষ্ট। তবে মোবাইলের খারাপ দিক থেকে নিজেকে সরিয়ে নিতে হবে, না হলে কাঙ্কিত লক্ষ্যে কখনই পৌঁছানো যাবেনা। তালার মানুষ আমাকে যে ভালবাসা দেখিয়েছে তা কখনও ভোলার নয়।পাটকেলঘাটাকে উপজেলা হিসাবে রুপান্তর করার ব্যাপারে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথম অধিবেশনে প্রস্তাব রেখেছি। সেক্ষেত্রে আমার প্রথম কাজ হবে কুমিরা মহিলা ডিগ্রী কলেজকে জাতীয়করনের ব্যাপারে সর্বোচ্চ সহযোগীতা করা। বরিবার(১৮ফেব্রুয়ারি) দুপুরে তালা উপজেলার কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে কথা গুলো বলেন তিনি। কলেজ গভর্নিংবডির সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভিন পাপড়ি, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ সাধু। আরো বক্তব্য দেন , পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ, তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম টিটো, গর্ভানিং বডির সদস্য নারায়ন মজুমদার, কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদন রফিকুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক প্রশান্ত কুমার রায়। এসময় কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published.