সমাজের আলো : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ ছিন্নমূল ও হাসপাতালে ভর্তি শিশুদের মাঝে খেলনা বিতরণ করেন। খুলনা রোডস্থ বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে ছিন্নমূল শিশুদের মাঝে খেলনা বিতরন কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলার সভাপতি মেডিসিন বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ এ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন। এরপর জাতীয় অধ্যাপক এম আর খান শিশু হাসপাতালে ভর্তিকৃত সকল শিশুদের মাঝে খেলনা সামগ্রী বিতরণ করা হয়। এসময় সাথে ছিলেন সম্প্রীতি বাংলাদেশ সাতক্ষীরা সদর উপজেলা শাখার সদস্য সচিব স্বাস্থ্যকর্মী রনজিত ঘোষ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি স্বাধীন দেশ, মানচিত্র আর লাল-সবুজের পতাকা দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী ও বীর মুক্তিযোদ্ধা গর্বিত সন্তান হিসেবে জাতির পিতার জন্মদিনে তাঁকে সম্মান দেখাতেই শিশুদের মুখে হাসি ফোঁটানোর এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে শিশুদেরকে যেভাবে মূল্যায়ন করা হয় তা ইতোমধ্যে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। আসুন আমরা সকলে মিলে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে যে যার অবস্থান থেকে শিশুদের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করি, তাহলেই জাতির পিতার জন্মদিনটিকে জাতীয় শিশু দিবস ঘোষণাটি স্বার্থক হবে।




Leave a Reply

Your email address will not be published.