তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় ফাগুন সমীরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলার নানা ধরনের পিঠাসহ স্টলে লক্ষ্য করা যায় প্রায় ৪০ প্রকারের পিঠার সমাবেশ। এদের ভিতর উল্লেখযোগ্য চিতই, ভাপা, পুলি,তক্তি, নকশি পিঠা, ডিমের পুডিং,পাটি সাপটা, দুধ খেঁজুর, নারকেলের চিড়া, রসপান, হৃদয়হরন, গোকুল পিঠাসহ হরেক রকমের রসালো পিঠা। শিক্ষক- শিক্ষার্থীসহ নানা বয়সের মানুষ ছুটে আসেন পিঠা উৎসবে। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সন্জয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, তালা মহিলা কলেজের প্রভাষক সুতপা রাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুনিরুজ্জামান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মকবুল হোসেন প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published.