সমাজের আলো : সাতক্ষীরার তালা উপজেলার বালিয়দাহে গ্রামে মুক্তিযোদ্ধার সাইনবোর্ডকে কাজে লাগিয়ে এক প্রবাসীর জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে একদল ভুমি দস্যু। অভিযোগ রয়েছে দিনের পর দিন ওই জমি দখল পেতে আদালতে মিথ্যা মামলা সহ নানা হয়রানী করছে তারা । এদিকে ভুমি দস্যুদের নিকট আত্মীয় মুক্তিযোদ্ধা হওয়ার কারনে প্রশাসনকে জিম্মি করায় বিপাকে পড়েছে ওই প্রবাসী।

সরোজমিনে গেলে ভুক্তভোগী ওই প্রবাসী শেখ জাহাঙ্গীর হোসেন জানান,
তালা উপজেলা মাগুরা ইউনিয়নের বালিয়দাহ মৌজার ১৬০ দাগের পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমিতে দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্নভাবে ভোগ দখল করে আসছিলেন তিনি। বর্তমানে সেখানে দোকানঘর নির্মান করতে গেলে একই এলাকার মোনোয়ার মোল্যা ছেলে আশারফুল আসিদ ওরফে সুমন মোল্যা, রাফসান ওরফে রনি মোল্যা ভারটিয়া সন্ত্রাসীরা জোর পূর্বক জমি দখলের পায়তার চালায়। বিষয়টি তাৎক্ষনিক তালা থানায় জানালে পুলিশ এসে দখল যজ্ঞ বন্ধ করে দেয়। এর পরে জমির দখল পেতে কৌশালে ওই ভুমি দস্যুরা আদালতে ১৪৫ধারায় একটি মামলা করে। এমন অবস্তায় পৈত্রিক সম্পত্তি রক্ষায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

স্থানীয়রা জানায়, মোনোয়ার মোল্যার ছেলে সোয়েল ও সুমন মোল্যা সহ একই এলাকার রনি মোল্যা দীর্ঘদিন যাবত মানুষের সাথে নানা প্রতারনা সহ এলাকায় দরিদ্র মানুষের ভূমি দখল করে আসছে। তারা বাবার মুক্তিযোদ্ধার নাম ব্যাবহার করে এমন কোন অপকর্ম নেই যেই করেনা।এছাড়া মোনায়ারর মোল্যা বাজার কমিটির সমিতির সভাপতি হওয়ায় বাজারে কোন দোকানদারকে টাকা ছাড়া সংস্কার করতে দেয়না । বিষয়টি নিয়ে প্রশাসনকে জানাতে গেলে তাদের উপর অত্যাচার চালায় ওই ভুমি দস্যুরা।
এছাড়া রাফসান রনি কলারোয়া ভুমি অফিসের কর্মচারী হওয়ার কারনে জাল দলিল থেকে শুরু করে মিউটেশান এবং ভুয়া রের্কড করে মানুষের মাঝে বিভ্রান্তি করে আসছে দীর্ঘদিন।বর্তমানে রনি ভুমি অফিসের ক্ষমতা ব্যাবহার করে এলাকার এক প্রাবাসীকে নানাভাবে হয়ররানি করছে। অভিযোগ অস্বীকার করে মনোনায়ন মোল্যা জানান, ওই সম্পত্তির বিপরিতে আমার কাছে সকল কাগজ পত্র রয়েছে।বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা করেছি মামলা চলমান রয়েছে।
তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোমিনুর রহামান জানান,এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বর্তমানে দুপক্ষকে স্থির অবস্তায় থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও আইনশৃঙ্লা অবনতি হলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published.