সমাজের আলো : পুলিশ হেফাজতে ভুক্তভোগী শিশু গৃহকর্মী। বরিশালে প্রকাশ্যে ১২ বছর বয়সী এক গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মিজানুর রহমানের স্ত্রীর বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে ওই কর্মকর্তার ছেলেও স্থানীয়দের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করেন। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর চৌমাথা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীকে উদ্ধার করে কোতোয়ালি থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

ওই গৃহকর্মী জানায়, গত ছয় দিন ধরে সে পুলিশের ওই কর্মকর্তার বাসায় কাজ করছে। এই সময়ে তাকে অনেকবারই বকাঝকা করা হয়েছে। পরে বৃহস্পতিবার বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। এ সময় নগরীর চৌমাথা এলাকায় পৌঁছালে তাকে ধরে মারধর করেন মিজানুর রহমানের স্ত্রী ও ছেলে।

অভিযুক্ত পুলিশ পরিদর্শকের স্ত্রী

প্রত্যক্ষদর্শী চৌমাথা বাজারের ফল ব্যবসায়ী আলম সিকদার বলেন, ‘মেয়েটি চৌমাথা বাজারের সামনের রাস্তা পার হওয়ার সময় এক নারী ও তার ছেলে শিশুটিকে ধরে সড়কের পাশে এনে মারধর শুরু করে। শিশুটি এ সময় বলতে থাকে, ‘‘মুই আমনেগো লগে যামু না, ওই বাসায় মইরা গেলেও যামু না’’।’




Leave a Reply

Your email address will not be published.