সমাজের আলো। । ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি বাজারে মাধবকাটি সমাজকল্যাণ সংস্থা’র আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মাধবকাটি জামে মসজিদ ও বাজার কমিটির সভাপতি আবুল খায়ের বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ মাও. মনিরুল ইসলাম, মাও. মাহমুদুল হাসান, মাও. আব্দুস সালাম, ঝাউডাঙ্গা হাফিযা মাদ্রাসা’র শিক্ষক মাও. আবু মুসা, সাবেক মেম্বার মাহামুদুর রহমান স্বপন, মাস্টার আমিনুর ইসলাম, হাজী আতাউল ইসলাম। শরিফুল ইসলাম তোতার সঞ্চালনায় মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন মাধবকাটি সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক মুন্না হোসেন, ইনসুর আলী, কুদ্দুস আলী প্রমূখ। এসময় আলেম ওলামা, তৌহিদী জনতাসহ ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেয়। বিক্ষোভ মিছিলে শতশত মানুষ মাধবকাটি বাজারসহ প্রধান সড়ক প্রদর্শন করে বলফিল্ড ময়দানে এসে সমাবেশে সমবেত হয়। ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফ্রান্সের সকল পন্য বয়কট করার স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। ফ্রান্স সরকারের গ্যাস, ঔষধসহ সকল পণ্য ক্রয় করা থেকে বিরত থাকতে নবী প্রেমিকরা হাত তুলে অঙ্গিকার করে। বক্তারা বলেন, যারা নবীকে ব্যঙ্গ করে কার্টুন প্রকাশ করেছে তারা ইসলামের শত্রু। ফ্রান্স সরকার মুসলিমদের কলিজায় আঘাত করেছে। তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। বক্তারা সরকারকে রাষ্টীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য বয়কট করার আহবান জানান। ফ্রান্সের রাষ্টদূতকে ডেকে কড়া প্রতিবাদের জোর দাবী জানান।




Leave a Reply

Your email address will not be published.