সমাজের আলো : এবার পাথর নিয়ে সুন্দরবনের দুবলার চর এলাকায় ডুবে গেছে ‘এমভি বিউটি লোহাগড়া-২’ নামে আরও একটি লাইটার জাহাজ। শনিবার (৯ অক্টোবর) ভোর রাতে ওই এলাকায় তলা ফেটে ডুবে যায় জাহাজটি। এসময় ওই জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

এর আগে শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে পশুর নদীতে সার নিয়ে এম ভি দেশ বন্ধু নামে আরও একটি লাইটার জাহাজ ডুবে যায়। সেটি এখনও উদ্ধারের তৎপরতা শুরু করতে পারেনি মালিকপক্ষ।কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ হাসানুজ্জামান বলেন, মোংলা বন্দরেরর বাইরে ফেয়ার ওয়ে এলাকায় অবস্থান করা সিঙ্গাপুর পতাকাবাহী ‘এম ভি সাগর রতন’ থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল এমভি বিউটি লোহাগড়া- ২ লাইটার জাহাজ।

পথে ভোররাতে দুবলার চর এলাকায় তলা ফেটে ডুবতে থাকে ওই জাহাজটি। এসময় খবর পেয়ে কোস্টগার্ড দুবলা ক্যাম্পের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে ওই জাহাজে থাকা ১০ নাবিককে জীবিত উদ্ধার করে। পরে তাদেরকে অন্য একটি লাইটার জাহাজ ‘এম ভি দেশ দিগন্ত’ উঠিয়ে দেয় কোস্টগার্ড। উদ্ধারকৃত ওইসব নাবিকদের বাড়ী দেশের বিভিন্ন জেলায়।




Leave a Reply

Your email address will not be published.