সমাজের আলো: প্রাণঘাতী করোনাভাইরাস মহামারীরর এই সময়ে শিক্ষার্থীদের পড়া-লেখার মধ্যে রাখতে আগস্ট মাসে অনলাইন ক্লাস শুরু করে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির অনলাইন ক্লাসের জনপ্রিয়তা বেশ বেড়েছে। জানা যায় অত্র প্রতিষ্ঠানের প্রতিদিন তিনটি করে বিষয় ৩ জন শিক্ষক অনলাইনে পাঠদান অব্যাহত রেখেছেন। এই ঐতিহ্যবাহী সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের নামে একটি ফেসবুক গ্রুপ ও পেজসহ প্রতিটি শিক্ষকদের ফেইসবুক প্রোফাইলে পাঠদান ভিডিওগুলো প্রকাশ করা হচ্ছে। অনলাইন ক্লাসের বিষয়ে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সহযোগীতায় আমরা গত আগস্ট মাসের প্রথম থেকে অনলাইন ক্লাস শুরু করেছিলাম। সেখান থেকে নিয়মিতভাবে অনলাইন ক্লাস চলছে। তিনি আরো বলেন, আমাদের শিক্ষকেরা শুধু অনলাইন ক্লাসের মধ্যে সীমাবদ্ধ নয়। মাঝেমধ্যে পাড়া-মহল্লায় গিয়ে সরোজমিনে শিক্ষকদের খোঁজখবর নিচ্ছেন এবং পড়াশুনার নিয়মিত তদারকি করছেন। এই করোনাকালে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন অটুট আছে বলেও জানান তিনি। সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম বলেন, অনলাইন ক্লাসের জন্য সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অনেক পরিশ্রম করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সুধীমহল করোনাকালে শিক্ষকদের এই কর্মতৎপরতা কে সাধুবাদ জানাচ্ছেন।




Leave a Reply

Your email address will not be published.