সমাজের আলো। ।সাড়ে সাত বছর আগে মতিঝিলে শাপলা চত্বরে সহিংস সন্ত্রাসের ঘটনায় দেয়া জবানবন্দীতে কি বলেছিলেন হেফাজতের তৎকালীন মহাসচিব ও বর্তমান আমীর জুনায়েদ বাবুনগরী? নিজের দোষ ও দায় স্বীকার করে পুলিশের কাছে ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিলেন তিনি। জবানবন্দীতে তিনি বলেছিলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান করার পরিকল্পনা ছিল হেফাজতের। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরামর্শ ও অর্থ সহায়াতা দিয়েছিলেন বিএনপি-জামায়াতের নেতারা। বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন সে সময়ের ১৮ দলীয় জোট (বর্তমান ২০ দলীয় জোট) ক্ষমতায় গেলে বাবুনগরী ও হেফাজত নেতাদের মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছিলেন বলে জবানবন্দীতে বলেছেন বাবুনগরী। ডিবি পুলিশ সূত্রে এ খবর জানা গেছে। আদালত সূত্রে জানা গেছে, বাবুনগরীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৩১ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালত। রিমান্ডের মাত্র ১৩ দিনের মাথায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন বাবুনগরী। ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধের দিন সহিংসতার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় হেফাজতে ইসলামের তখনকার মহাসচিব জুনায়েদ বাবুনগরী ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন আদালতে। তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল হক তাকে দু’দফায় ১৩ দিনের রিমান্ড শেষে ঢাকার সিএমএম আদালতে এনে স্বীকারোক্তি রেকর্ড করার আবেদন করেন। এ সময় বাবুনগরী ছিলেন খুবই অসুস্থ। আদালতের কাঠগড়ায় তাকে উদ্বিগ্ন দেখাচ্ছিল। রিমান্ড শেষ না হতেই তাকে নাটকীয়ভাবে আদালতে হাজির করা হলে জবানবন্দী দিতে সম্মত হন বাবুনগরী। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় বাবুনগরীর জবানবন্দী রেকর্ড করে তাকে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, একই দিন সকালে বাবুনগরী রিমান্ডে থাকা অবস্থায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তার পক্ষে এক আবেদনের প্রেক্ষিতে চিকিৎসার আদেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত। বাবুনগরীর আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে বারডেম অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে জীবন রক্ষার্থে জরুরী ভিত্তিতে চিকিৎসার জন্য আবেদন করেছিলেন। জবানবন্দী প্রদানের আগে বাবুনগরীকে চিন্তা ভাবনা করার জন্য ৩ ঘণ্টা সময় দেয়া হয়েছিল। আদালতে দেয়া জবানবন্দীতে বাবুনগরী বিভিন্ন গোষ্ঠীকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন বাবুনগরী। ১৩ দফা দাবি আদায়ের জন্য হেফাজতে ইসলামের নেতাকর্মীরা গত ৫ মে অবরোধ শেষে মতিঝিলে অবস্থান নিতে থাকেন। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতের অবস্থান কর্মসূচীর দিনে মতিঝিল ইত্তেফাক মোড় থেকে দৈনিক বাংলার মোড় ও ফকিরাপুল এলাকায় জঙ্গী কায়দায় বাঁশের লাঠি, কাঠের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্রসহ ইট ও বোমা নিক্ষেপ করে যান চলাচলে বাধা ও বোমা ফাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করা হয়। বিভিন্ন ভবন ও গাড়ি ভাংচুর এবং ভবন, গাড়িতে ও ফুটপাথের বিভিন্ন দোকানে অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে তারা মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয়। তাদের মাইকে চলে যেতে বলা হলেও বারবার তারা পুলিশের বাধা-নিষেধ উপেক্ষা করে। ওইদিন রাত আড়াইটার সময় তাদের ওই স্থান থেকে উচ্ছেদের জন্য পুলিশ, র‌্যাব ও বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামিরা পুলিশ, র‌্যাব, বিজিবির ওপর আগ্নেয়াস্ত্র ব্যবহার ও বোমার বিস্ফোরণ ঘটায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।




Leave a Reply

Your email address will not be published.