সমাজের আলো : ময়মনসিংহের হালুয়াঘাটে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুই গারো কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৩ জানুয়ারি) বিকেলে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে উপজেলার সীমান্ত এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গারো সম্প্রদায়।৩০ ডিসেম্বর এই ঘটনায় ১০ জনকে আসামি করে হালুয়াঘাট থানায় মামলা করেছেন এক কিশোরীর বাবা। মামলার আসামিরা হলেন, উপজেলার কচুয়াকুড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে সোলায়মান হোসেন রিয়াদ (২২), শহীদ মিয়ার ছেলে শরিফ (২০), আবদুল হামিদের ছেলে এজাহার হোসেন (২০), কাটাবাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে রমজান আলী (২১), তালেব হোসেনের ছেলে কাউছার (২১), দুলাল মিয়ার ছেলে আছাদুল (১৯), মাহতাব উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (২১), আবদুল মতিনের ছেলে মিজান (২২), মফিজুল ইসলামের ছেলে রুকন (২১) ও বকুল মিয়ার ছেলে মামুন (২০)।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।মামলার বরাত দিয়ে তিনি বলেন, উপজেলার গাজীরভিটা ইউনিয়নে প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুই গারো কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ করা হয়েছে। ধর্ষণের ঘটনা কাউকে জানালে হত্যা করা হবে বলেও হুমকি দেয় অভিযুক্তরা। পরে ভয়ে ওই দুই কিশোরীর পরিবার চুপ থাকে। এমতাবস্থায় দুই কিশোরী আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে পুলিশ ওই দুই কিশোরীর বাড়িতে গিয়ে খোঁজ নেয় এবং ৩০ ডিসেম্বর মামলা নেয়।




Leave a Reply

Your email address will not be published.