সমাজের আলো : বরিশালে উপ‌জেলা নির্বাহী অ‌ফি‌সারের কার্যালয়ের সাম‌নে জাতীয় শোক দিবসের ব্যানার খোলাকে কেন্দ্র করে পু‌লি‌শের সঙ্গে আওয়ামী লী‌গ নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। একপর্যা‌য়ে আইনশৃঙ্খলা বাহিনী গু‌লি ছুঁড়েছে । এতে গুলিবিদ্ধ হয়েছেন সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ অন্তত ৩০ জন। ত‌বে মেয়রের গুলি‌বিদ্ধ হওয়ার বিষয়‌টি নি‌শ্চিত হওয়া যায়‌নি। বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিম ও সাজ্জাদ সেরনিয়াবাত। তারা জানান, সংঘর্ষ থামাতে আনসার সদস্যরা গুলি চালালে মেয়রসহ ৩০ জন গুলিবিদ্ধ হন। বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়েছে। জানা গে‌ছে , জাতীয় শোক দিব‌সের এক‌টি ব‌্যানার খু‌লার সময় লীগ নেতাক‌র্মীদের কর্তব‌্যরত আনসার সদস্যরা বাধা দি‌লে তা‌দের লা‌ঞ্ছিত করা হয়। সংবাদ পে‌য়ে পু‌লিশ ছু‌টে আ‌সে। অপরদি‌কে দ‌লে দ‌লে আওয়ামী নেতাকর্মীরা ইউএনও অ‌ফিস ঘি‌রে ফে‌লে। শুরু হয় সংঘর্ষ। মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ সংবাদ পে‌য়ে ছু‌টে আ‌সেন। এ‌দি‌কে উ‌ত্তে‌জিত নেতাকর্মীদের দি‌কে পু‌লিশ একর্যা‌য়ে গু‌লি ছো‌ঁড়ে। এ‌তে বহু নেতাকর্মী আহত হন ব‌লে জানা গে‌ছে।



Leave a Reply

Your email address will not be published.