সমাজের আলো : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা বাজার তদারকি টিম সোমবার বেলা সাড়ে ১১টায় কলারোয়া উপজেলার সরসকাটি বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান তদারকি করেছেন। কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব জেলা সদস্য মো. সাকিবুর রহমান, কলারোয়া উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. সফিকুর রহমান ও জেলা ও কলারোয়া উপজেলা পুলিশ ফোর্সের সহায়তায় তদারকি পরিচালনা করেন সহ-পরিচালক মো. নাজমুল হাসান।বাজার তদারকি টিম ঐ বাজারের হোটেল, ঔষধ ও মুদি দোকানে ভোক্তা পর্যায়ে বিক্রয় পণ্য তদারকি, প্রতিষ্ঠান ও ক্রেতাদেরকে পরামর্শ প্রদান ও লিফলেট বিতরণ করেন।মনিটরিং এর সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থায় মেসার্স বিএম ফার্মেসিতে ২ হাজার, গাজী ফার্মেসিতে ২ হাজার, রাফিজ মেডিকেলে ১ হাজার এবং ঋতিœক মিষ্টান্ন ভান্ডারে ১ হাজার মিলে মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। প্রতিষ্ঠানগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯এর ৪০,৪৩,৪৫ও৫১ ধারা লংঘনের অপরাধ চিহ্নিত হয়েছে। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেসবিজ্ঞপ্তি




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *