সমাজের আলো: বগুড়ার শেরপুরে গ্রাম্য সালিশের নামে দুটি ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে এলাকার মাতবরদের বিরুদ্ধে। পাশাপাশি অভিযুক্তদের জরিমানাও আদায় করেছেন তারা। জানা গেছে, মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করায় অভিযুক্ত ব্যক্তির নিকট থেকে ৯০ হাজার টাকা এবং গৃহবধূকে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানাসহ জুতাপেটা করে বিষয়টি মীমাংসা করেন গ্রাম্য মাতবররা। সম্প্রতি পৃথক এসব ধর্ষণের ঘটনা ঘটেছে শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়ন ও খামারকান্দি ইউনিয়নে। ভুক্তভোগীর পরিবার, স্থানীয় এলাকাবাসী ও গ্রাম্য মাতবরদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ০৪ অক্টোবর দিবাগত রাতে গাড়িদহ ইউনিয়নের সপ্তম শ্রেণির মাদ্রাসা ছাত্রী রাতে খেয়ে রুমে ঘুমিয়ে পড়েন। কিন্তু মধ্যরাতে পাশের রামনগর গ্রামের আব্দুস সালামের ছেলে ছাব্বির হাসান ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ সময় মাদ্রাসা ছাত্রীর চিৎকারে আশেপাশের লোকজন এসে হাতেনাতে ছাব্বিরকে আটক করেন। এরপর গাড়িদহ ইউনিয়নের চেয়ারম্যান দবিবুর রহমানের বাড়িতে নিয়ে




Leave a Reply

Your email address will not be published.