সামাজের আলো:  যশোর অফিস যশোর শহরের খড়কীতে চিহ্নিত সন্ত্রাসী আকতারুজ্জামান ডিকুর (৩২) নামে মামলা হয়েছে । এই নিয়ে তার বিরুদ্ধে ২২ টি মামলা হয়েছে যশোর কোতয়ালি থানায়। গত বুধবার শহরের খড়কীতে তিনজনকে কুপিয়ে জখম এবং মারপিটের ঘটনায় মামলা হয়। ডিকু ছাড়াও এই মামলায় আরো ৭জন আসামি হয়েছে। ডিকু ওই এলাকার মতিয়ার রহমানের ছেলে এবং চিহুিত সন্ত্রাসী। এছাড়া মামলায় অন্য আসামিরা হচ্ছে , ডিকুর ভাই জিসান (২১), খড়কী বামনপাড়ার আব্দুল জলিলের ছেলে শামীম (২১), ওই এলাকার শুভ (৪০) ও তার স্ত্রী রুনা (৩৫), আব্দুল খালেকের মেয়ে রুবিনা (২২), ছেলে রুহুল আমিন (২৬) এবং ছোট আল আমিন (২৮)। এদিকে বুধবারে ঘটনায় খড়কী মধ্যপাড়ার লোকজন গত বৃস্পতিবার বিক্ষোভ করেছে । তারা সকালে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করে। পরে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়। বিক্ষোভকারীদের বক্তব্য, ডিকু দিনের পর দিন তাদের ওপর নানাভাবে অত্যাচার করে আসছে। কোন কারণ ছাড়া সে রেলের জমিতে বসবাসকারী লোকজনকে মারপিট করে। রেলের জমি থেকে উচ্ছেদ করে ওই জমি নিজের দখলে নিতে চায়। ইতোমধ্যে সে দুইটি পুকুরের দখল নিয়েছে। অনেক জমিও নিজের কব্জায় রেখেছে। তার বিরুদ্ধে কথা বলা কোন সাহস পায় না। প্রতিবাদ করলে মারপিট করে হত্যার হুমকি দেয়া হয়। ডিকুর তিন বোন ও এক ভাই বাড়িতে গিয়ে লোকজনকে গালিগালাজ করে থাকে। মারপিটের হুমকি দেয়। ডিকু সরকারি দলের নাম ভাঙ্গীয়ে সন্ত্রাসী কর্মকান্ড করে চলেছে। একচ্ছত্র অধিপত্য বিস্তার করে মাদক ও অস্ত্রের ব্যবসা, খুন, জখম, ছিনতাই ডাকাতি, মারামারিসহ নানা অপরাধ করে বেড়াচ্ছে। তাকে দ্রুত আটক করে আইনের মাধ্যমে শাস্তি দেয়ার দাবি জানান ওই এলাকার লোকজন। মানববন্ধনে শতাধিক নারী পুরুষ, শিশু অংশ নেয়। খড়কী মধ্যপাড়া রেলের জমিতে বসবাসকারী আলমের স্ত্রী রোকসানা (৩৫) দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, রেলের জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে ডিকু ও তার বাহিনীর লোকজনের সাথে বিরোধ চলে আসছে। সে কারণে তার স্বামী আলমকে প্রায় সময় হত্যার হুমকি দেয় ডিকু। গত বুধবার বিকেলে আলম খড়কী কাশার দিঘিতে মাটি ফেলছিলেন। সে সময় আসামিরা সেখানে গিয়ে তাকে মারপিট করে। হাতে থাকা গাছি দা, লোহার রড ও পাইপ দিয়ে আঘাত করে জখম করে। আলমের পরিহিত লুঙ্গীর গাট থেকে ১ হাজার ৯শ টাকা কেড়ে নিয়ে তাড়িয়ে দেয়। পরে রেলের জমিতে বসবাসকারী মৃত হাবিবুরের ছেলে পাইপ মিস্ত্রি লিটন (৩৫) এবং লিটনের সহকারী সিদ্দিক আলীর ছেলে পিকুল হোসেন (১৮) বাড়ি থেকে কাজে যাচ্ছিলেন। ডিকুর মোড়ে পৌছালে আসামিরা তাদের গতিরোধ করে এবং ধারালো দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। তাদের কাছ থেকেও নগদ টাকা কেড়ে নেয়। পরে লোকজন উদ্ধার করে দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। # যশোরে সাত জনের করোনা শনাক্ত যশোর অফিস বৃহস্পতিবার যশোরে নতুন করে সাত জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যশোরের ১৩ টি নমুনা পরীক্ষা করে সাত জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা চার হাজার একশ’ ২৬ । সুস্থ হয়েছে তিন হাজার নয়শ’ ৬১। মৃত্যু হয়েছে ৪৮ জনের।# যশোরে গ্যারেজ থেকে ইজিবাইক চুরির ঘটনায় কোতয়ালী থানায় মামলা যশোর অফিস যশোর সদর উপজেলার চুড়ামনকাটি সরদার বাগডাঙ্গা গ্রামের একটি গ্যারেজ থেকে দুইটি ইজিবাইক চুরির ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের কাদের আলীর ছেলে কলিম বিশ্বাস (৪৩) মামলাটি করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, তিনি ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। প্রতিদিনের মতো একই গ্রামের নুর ইসলামের গ্যারেজে ইজিবাইকটি গত ১ নভেম্বর রাত ৮টার দিকে চার্জে বসিয়ে বাড়ি চলে যান। পরদিন ভোরে নুর ইসলাম মোবাইল ফোনে জানায় তার ইজিবাইকটি নেই। তিনি সাথে সাথে গ্যারেজে এসে ইজিবাইক চুরির কথা জানতে পারেন। গ্যারেজের সার্টারের তালা ভেঙ্গে চোর বা চোরচক্র ঢোকে। একই সাথে পোলতাডাঙ্গা গ্রামের সাইফুল ইসলামের(৪৩) ইজিবাইকটি রাখা ছিলো। তারটাও চুরি করে নিয়ে যায় চোরচক্র। এই ঘটনায় কোতয়ালি থানায় অভিযোগ দেয়ার তিনদিন পর পুলিশ মামলা নিয়েছে। # যশোর শহরের খড়কীতে দু’গ্রুপের পাল্টা অভিযোগ আ’লীগ অফিস ভাংচুর, মারপিট যশোর অফিস যশোর পৌর সভার খড়কীতে আওয়ামী লীগ অফিস ও ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিস ভাংচুর করেছে সন্ত্রাসীরা। পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সেলিম হোসেন দবি করেছেন, এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্রকরে ইমরান হোসেন, মুস্তাকিম হোসেন, জাহিদ হোসেন, হৃদয় হোসেন ও সজিব হোসেন দলীয় কার্যলয় ভাংচুর করেছে। এ ঘটনায় ইমরান নামে এক যুবককে গণধোলায় দিয়েছে স্থানীয়রা। তবে, অভিযুক্ত ইমরান হোসেনের অভিযোগ, তারা কেউ মাদক ব্যবসার সাথে জড়িত নয়। এলাকায় অধিপত্য বিস্তার করাকে কেন্দ্রকরে রিপন, ইলাহী, ধলা ও জনি তাকে পরিকল্পিত ভাবে মারপিট করেছে। # ১০ ডিসেম্বর যশোর সদর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন যশোর অফিস আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে যশোর সদর উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন। একই সাথে অনুষ্ঠিত হবে বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। ইতিমধ্যে এ বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা এসেছে। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৫ নভেম্বর। সদর উপজেলার সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নুর জাহান ইসলাম নীরা পদত্যাগ করে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেয়ায় এবং নাজমুল ইসলাম কাজলের সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যানের পদ শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ২০ অক্টোবর অনুষ্ঠিত সদর উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নুর জাহান ইসলাম নীরা নৌকা প্রতীকে নির্বাচিত হন।# যশোর বসুন্দিয়া গ্রাম থেকে ৪ মাস পূর্বে মোটর সাইকেল চুরি আদালতের নিদের্শে মামলা যশোর অফিস সদর উপজেলার বসুন্দিয়া গ্রামস্থ খবির উদ্দিনের বাড়ির সামনে থেকে মোটর সাইকেল চুরির প্রায় ৪ মাস পর কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। চুরির ঘটনার পর পর কোতয়ালি মডেল থানায় চুরির অ




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *