যশোর অফিস : যশোর শহরের রেলগেট রায়পাড়া এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক বাপ্পিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
আহত এস এম খাইরুজ্জামান বাপ্পি রেলগেট রায়পাড়া এলাকার এস এম রওশন আলীর ছেলে।
আহতের ভাই ইউসুফ আলী জানান, সোমবার রাত আটটায় বাপ্পি রেলগেটের আবুর দোকানে ভাপা পিঠা কিনতে গিয়েছিলেন। পিঠা নিয়ে রওনা দেয়ার পরই দুই যুবক এসে বাপ্পীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তারা বাপ্পীর বুকে ও উরুতে ছয়টি আঘাত করে। ঘটনাস্থলেই জ্ঞান হারায় গুরুতর আহত বাপ্পী। পরে স্থানীয়রা তাদেরকে খবর দেয়। এরপর বাপ্পীকে উদ্ধার করে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ডাক্তার ঢাকায় রেফার্ড করে।
ইউসুফ দাবি করেন, বাপ্পী যুবলীগের রাজনীতির সাথে জড়িত এবং ৬ নং ওয়ার্ড বীট পুলিশিং কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন। পূর্ব শত্রুতার জেরে স্থানীয় প্রতিপক্ষরা বাপ্পীর উপর এ হামলা চালিয়েছে।
এ বিষয়ে চাঁচড়া ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, জড়িতদের আটকে অভিযান চলছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *