যশোর অফিস : যশোরে মাদক মামলায় এক নারীর পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক ফাহমিদা জাহাঙ্গীর এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি আদুরী বেগম যশোর শহরের শংকরপুর মুরগী ফার্মগেট এলাকার আলমগীর হোসেনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আসাদুজ্জামান।
মামলার সংক্ষিপ্ত বিবারণীতে বলা হয়,২০১২ সালের ১৬ নভেম্বর বিকেলে চৌগাছা থানা পুলিশ জানতে পারেন, দিঘলসিংহা থেকে এক মাদককার বারী ভ্যানে মাদক বহন করে চৌগাছা বাজারের দিকে আসছেন। খবর পেয়ে পুলিশ ছুটিপুর বাসস্টান্ড এলাকায় অবস্থান নেয়। এসময় পুলিশ তাকে তল্লাশি করে করে বোরকার নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ ঘটনায় চৌগাছা থানার এএসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০১২ সালের ৩০ ডিসেম্বর চৌগাছা থানার এসআই প্রবীর কুমার বিশ্বাস আদালতে চার্জশিট জমা দেন। বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষনা করে আদালত। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।




Leave a Reply

Your email address will not be published.