যশোর অফিস : যশোরে সোনা চোরাচালান মা*মলায় রানা হামিদ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও জরিমানার আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। আজ রোববার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ ইখতিয়ারুল ইসলাম মল্লিক এ রায় দেন। পিপি এম. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত রানা হামিদ বেনাপোল পোর্ট থানার খলসি গ্রামের আব্দুল গফ্ফারের ছেলে।
মা*মলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালের পহেলা এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা শার্শা উপজেলার সীমান্তবর্তী টেংরাখালীতে অবস্থান নেয়। সকাল ৭টার দিকে একটি ইজিবাইক থামানোর সিগন্যাল দিলে চালক রানা হামিদ ইজিবাইক থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা চালায়। একপর্যায় বিজিবি সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করে। এসময় রানা হামিদ জানায়, ইজিবাইকের বডির নিচে বিশেষ কায়দায় সোনার বার লুকানো রয়েছে। পরে ইজিবাইকের চেচিসের ঢালাই ভেঙ্গে ১৫ পিছ সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৭৪৯ গ্রাম। তার মূল্য ৯২ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় বিজিবির নায়েক সুবেদার কামাল হোসেন খান বাদী হয়ে শার্শা থানায় মা*মলা করেন। ২০২১ সালের ৩০ জুন শার্শা থানার এসআই মেহেদী হাসান এ ঘটনায় আদালতে চার্জশিট জমা দেন।
দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে আসামি রানা হামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আজ তাকে যাবজ্জীবন সশ্রম করাদন্ড ও একইসাথে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।




Leave a Reply

Your email address will not be published.