সমাজের আলো : কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর ত্রিমোহনা মোড়ে অবস্থিত আওয়ামী লীগ অফিসটি দীর্ঘদিন বন্ধ করে রেখেছেন হাবিবুল্লাহ পাড়। তিনি সভাপতি পদ না পাওয়ায় অফিসটি বন্ধ করে রেখেছেন বলে হাবিবুল্লাহ পাড় জানিয়েছেন। তিনি আরও জানান, পরবর্তীতে যদি কোন সম্মানজনক পদ তিনি পান তখন অফিস খুলে দিবেন।হাবিবুল্লাহ পাড় ও স্থানীয় বিএনপি নেতা শাহবাজ ঢালী তাদের ব্যক্তিস্বার্থের জন্য অফিসের সামনে ইট রেখেছেন দীর্ঘদিন ধরে। এমনকি অফিসের সামনে মোটরভ্যান ও ইজিবাইকের গ্যারেজ বানিয়েছেন। বর্তমান সময়ে ক্ষমতাসীন দলের এই অফিসটি কাদের ইন্ধনে বন্ধ রাখা হয়েছে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।অফিসের সামনে যে ইট রাখা হয়েছে তা দিয়ে তৈরি করা হবে অফিসের পাশেই ব্যক্তিস্বার্থের কয়েকটি দোকান।
স্থানীয় আওয়ামী লীগ কর্মী সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় জামায়াত বিএনপির কিছু নেতার ইন্ধনে ব্যক্তিস্বার্থের জন্য আওয়ামীলীগ নেতা হাবিবুল্লাহ পাড় এই অফিসটি বন্ধ করেছেন। তারা আরও বলেন, এই জামায়াত বিএনপির নেতাদের সাথে হাবিবুল্লাহ পাড়ের দীর্ঘদিনের একটা যোগসূত্র আছে।বিষয়টি খতিয়ে দেখে দ্রুত অফিসটি চালু করার দাবী করেছেন প্রবীন আওয়ামীলীগ নেতা কর্মী-সমর্থকরা।এছাড়াও জয়নগর পাড় পাড়ায় অবস্থিত ইউনিয়ন যুবলীগের দীর্ঘদিনের অফিসটি দুর্বৃত্তরা দখল করে অনিবন্ধিত একটি ক্লাবের নামে তাদের কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে এখানে জামায়াত বিএনপির সমর্থকেরাই অফিসটি দখল করে ক্লাবের নামে সরকার বিরোধী কার্যক্রম চালাচ্ছে বলে গুঞ্জন আছে।এ বিষয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় আওয়ামী লীগ সমর্থক- নেতা-কর্মীবৃন্দ।




Leave a Reply

Your email address will not be published.