সমাজের আলো : শ্যামনগর নওয়াবেকী ক্যাসিনো, সম্রার্ট মোজাহিদুল ইসলাম জাহিদের অত্যাচারে এলাকার অসহায় মানুষ অতিষ্ট, ডাচ বাংলা ব্যাংকের এ্যাজেন্ট নওয়াবেকী, মোজাহিদুল ইসলাম (জাহিদ) পিতা মৃত কোরবান আলী মোড়ল, গ্রাম কালিকাপুর, উপজেলা কালিগঞ্জ, নওয়াবেকীতে আসেন ৯ বছর আগে। জুয়ার ডিলার খেলোয়াড় , গত ২৩ সালে ফেব্রয়ারী ১৭ তারিখ ঢাকার ডিবি টিম উঠিয়ে নিয়ে যায়, তিন দিন পরে ঢাকা হতে ২০ লাখ টাকা দিয়ে মোচোলকা লিখে ছাড়িয়ে নিয়ে আসে নওয়াবেকী জাহিদের শশুর আসলাম, ২৩ সালের ২৩ আগষ্ট সাতক্ষীরা ডিবি উঠিয়ে নিয়ে যায়, ১৬ লাখ টাকায় মোচলেকা দিয়ে শশুর আসলাম ছাড়িয়ে নিয়ে আসে, ২৩ সালের নভেম্বর মাসে ১৩ তারিখে ডিবিতে আটক করে ১২ লাখ দিয়ে একই ভাবে ছাড়িয়ে নিয়ে আসে, বহাল তবিয়তে জুয়া খেলা ডিলারী ক্যাসিনো ব্যবসা রমরমা চলছে, গোপনথানায় মাসে ২০ হাজার টাকায় চুক্তিতে চালিয়ে যাচ্ছে, গত ২৪ সালে ২ ফেব্রয়ারী পুলিশ ধরতে আসলে আজ পালিয়ে বেড়াচ্ছে,। এলাকার উঠতি বয়সি তরুন জাহিদের উৎসাহে জুয়া খেলায় জড়িয়ে যাচ্ছে। নওয়াবেকী বাজারের আশে পাশে একশত বিঘার বেশি কাগজ পত্র ঝামেলা দেখে কম মূল্যে জমি ক্রয় করেছেন জাহিদ। কোট কোটি টাকার সম্পাদের মালিক জাহিদ। এক অসহায় বিধবার বসত ভিটা দখল করে তাড়িয়ে দিয়েছে এই জাহিদ, বিধবা নাম বিথী পারভীন পিতা মৃত আনছার সরদার শ্যামনগর নওয়াবেকী গ্রামে বাড়ী,
মোবাইল নাম্বার,০১৯২৭৬৭০২৭৭
থানা সূত্রে জানা গেছে ক্যাসিনো সম্রাট জাহিদের নামে ১৬ টা মামলা রয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, জাহিদের নামে অনেক অভিযোগ পালিয়ে আছে দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।




Leave a Reply

Your email address will not be published.