ইয়ারব হোসেন,সাতক্ষীরা।। করোনায় আক্রান্ত এক রৌগী রোগী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে । ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামে । শনিবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়েছে । আত্বহননকারি ব্যক্তির নাম আজগার আলী {৬০}। তিনি ইলিশপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে ।
কলারোয়ার উপজেলার কেরালকাতা ইউপি চেয়ারম্যান গোলাম মোরশেদ জানান,আজগর আলি ১৪ দিন ধরে করোনা পজিটিভ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন ছিলেন । শনিবার ভোরে তিনি বাড়ির পাশে আম গাছে ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ।
কলারোয়ার থানার এস আই রেজাউল ইসলাম জানান, আজগার আলি আত্মহত্যার আগে একটি চিঠি লিখে গেছেন করোনা রোগীর চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ হচেছ। খরচের টাকা তিনি সামলাতে পারছেন না। এ জন্য তিনি এ পথ বেচে নিয়েছেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খাইরুল কবীর জানান এ ঘটনায় থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে ।




Leave a Reply

Your email address will not be published.