সমাজের আলো : সদরের আগরদাড়ি ও কালিগঞ্জের উজয়মারী এলাকায় র‌্যাবের পৃথক অভিযানে এক লাখ ৬০ হাজার পিস পাতার বিড়ি ও এক কেজি গাঁজাসহ দু’জনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এবং বুধবার রাত ৮টার দিকে র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর সদস্যরা পৃথক এই অভিযানে তাদেরকে আটক করা হয়।র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী জানায়, বুধবার রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উজয়মারি গ্রামের কাওসার আলী গাজীর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের মোঃ আব্দুস সাত্তার গাজী (৫০) কে আটক করা হয়।

এ সময় তার কাছে থিকা ৮ হাজার প্যাকেটে ১ লাখ ৬০ হাজার ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়।বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে র‌্যাব সদস্যরা সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া মোড়ের আগড়দাড়ি হতে বাউলিয়া বাজারস্থ নূরুল ইসলাম এর বাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় যশোরের বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি নায়নপুর গ্রামের মৃত. সাকের গাজীর ছেলে আব্দুল জলিল (২৫) কে আটক করা হয়।তার কাছ থেকে উদ্ধার করা হয় এক কেজি গাঁজা। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সারনী ১৯(ক) ধারায় মামলা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.