সমাজের আলো

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের গাজীপুর সীমান্ত (বাকাল চেকপোষ্ট) থেকে আসামীবিহীন ৭ টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়েছে। আজ

ভারতে স্বর্ণ পাচারের সোনার বারগুলো উদ্ধার করা হয়। । বাকাল চেকপোষ্টের একটি চৌকষ আভিযানিক দল আলীপুর ইট ভাটা সংলগ্ন এলাকায় গোপনে অবস্থান করে। এ সময় চোরাকারবারীরা মোটর সাইকেলযোগে বর্ণিত এলাকায় আগমনের পর বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল চোরাকারবারীদের ফেলে যাওয়া মোটর সাইকেল তল্লাশী করে ০৭টি স্বর্ণের বার উদ্ধার করে । উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮১৬ গ্রাম ৪২০ মিলি গ্রাম যার মূল্য ৬৮,০০,৭৭৮/- (আটষট্টি লক্ষ সাতশত আটাত্তর) টাকা।




Leave a Reply

Your email address will not be published.