রাহাত খান ( সাতক্ষীরা ) : সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সফলতার ২ বছর পূর্ণ হয়েছে।(ইউএনও) দেবাশীষ চৌধুরী তাঁর কর্মজীবনের দুটি বছর সুনামের সহিত পূর্ণ করায় ফুলের শুভেচ্ছা জানিয়েছেন “দৈনিক সাতক্ষীরা লাইভ” পরিবার। এদিকে (ইউএনও) দেবাশীষ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। নানান সফলতার মধ্যদিয়ে সর্বস্তরের মানুষের প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন এই ইউএনও। সামাজিক নানান কর্মকান্ডে তাঁর উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মুজিব বর্ষে গৃহহীনদের গৃহ প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, করোনা মহামারীর সময় অসহায়-গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, করোনাকালীন মৃত ব্যক্তিদের সঠিক সময়ে দাফন সম্পন্ন, মৃত ব্যক্তির বাড়ি খাদ্যসামগ্রী পাঠানো, মেধাবী ছাত্র-ছাত্রীদের সহায়তা প্রদান, যেকোনো বিষয়ে আর্থিক সহায়তা প্রদান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পালনসহ উপজেলার উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রেখেছেন তিনি। দেবাশীষ চৌধুরী ৩০ তম বিসিএস ক্যাডারে সুপারিশ পেয়ে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ভূমি হিসেবে কর্মজীবন শুরু করেন।পরে তিনি খুলনা বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন এবং ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই বাল্য বিবাহ, ইভটিজিং, মাদকসহ সামাজিক অপরাধ প্রতিরোধ এবং উদ্ভাবনী বিভিন্ন ইনোভেশনের মাধ্যমে সাঁজিয়ে তুলেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *