সমাজের আলো : বিজিবি সদস্যদের বিরুদ্ধে নৌকার সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রাতে সাতক্ষীরার ৪ আসনের শ‍্যামনগর উপজেলার তিনটি অফিসে এ হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর নৌকার প্রার্থী আজ লিখিত অভিযোগ করেছেন।

সাতক্ষীরা ৪ আসনের শ‍্যামনগরের প্রার্থী আতাউল হক দোলন জানান, গতকাল রাতে তার নির্বাচনি এলাকা ঈশ্বরিপুর, ধুমঘাট ও শ্রীফলকাঠি এলাকা নৌকার অফিস রয়েছে। রাতে বিজিবির টহল দল যেয়ে তার নেতাকর্মীদের হুমকি ধামকি দিচ্ছেন। এ ঘটনা বিস্তারিত লিখে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার বরাবর অভিযোগ করেছেন।
সাতক্ষীরা ৪ নির্বাচনি এলাকার পরিচালনা কমিটির সদস্য সচিব আওয়ামী লীগ নেতা এজাজ আহমেদ স্বপন জানান, বিজিবি সদস্যরা নৌকার সমর্থকদের হুমকি দিচ্ছেন। রঙ্গিন পোষ্টার লাগানো হয়েছে। নির্বাচনি আচরণ বিধি লঙ্গন করছে নোঙ্গর প্রার্থী গোলাম রেজা।
সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার হুমায়ুন কবির অভিযোগ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন ঘটনা তদন্ত করে ব‍্যবস্থা গ্রহন করা হবে।




Leave a Reply

Your email address will not be published.