সমাজের আলো :  ৪১ জেলেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাহির মান্দারবাড়িয়া এলাকা থেকে তিনটি ডুবন্ত ট্রলার উদ্ধার করেছে বন বিভাগ।

শনিবার (২০ আগস্ট) সন্ধ্যার পর এসব জেলে ও মাছ ধরার ট্রলার উদ্ধার করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, নিরাপত্তা টহলকালে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা তিনটি ডুবন্ত ট্রলারের সন্ধান পান।

পরে সেখানে বন বিভাগের কর্মীদের পাঠানো হয়। সেখান থেকে পাশে সুন্দরবনের কুকরাখালী নামক স্থান থেকে ৪১ জেলেকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, অধিকাংশ জেলের বাড়ি বরগুনা জেলায়। তারা বঙ্গোপসাগরে মাছ ধরছিলেন। বৈরী আবহাওয়ায় ভাসতে ভাসতে এদিকে চলে এসেছেন।

জেলেরা বলছেন, তাদের পাঁচটি নৌকায় ছিলেন। তবে আমরা তিনটি নৌকার সন্ধান পেয়েছি। এসব জেলেকে তাদের বাড়ির উদ্দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *