সমাজের আলো: কুড়িগ্রামের উলিপুর উপজেলার বৃদ্ধ ইয়াকুব আলী (৬৯) চার বছর ধরে বিছানায় শয্যাশায়ী। স্ত্রী ছকিনা বেগম (৬৪) স্বামীর চিকিৎসা ও দুই বেলা খাবার জোটাতে অন্যের বাড়িতে কাজ করেন। এমন অবস্থায় বয়স্ক ভাতার কার্ড চাইতে গেলে স্থানীয় তবকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম ওই বয়স্ক দম্পতির কাছ থেকে টাকা চান। ইউপি সদস্যর চাহিদামতো ৫ হাজার টাকা করে দিতে না পারায় ভাতার কার্ড জোটেনি বলে অভিযোগ করেছেন পঙ্গু ইয়াকুব আলী ও তার স্ত্রী ছকিনা বেগম। ছকিনা বেগম বলেন, ‘পাঁচ ছেলেমেয়ের মধ্যে তিন মেয়ের বিয়ে হয়েছে। ছেলে শফিকুল ইসলাম ঢাকায় রিকশা চালায়, পরিবার নিয়ে সেখানেই থাকে। ছোট ছেলে রফিকুল ইসলাম সে-ও পঙ্গু হওয়ায় ঢাকায় ভিক্ষাবৃত্তি করে। আমাদের দেখার মতো কেউ নেই




Leave a Reply

Your email address will not be published.