সমাজের আলো : ১০ বছর আগে র‌্যাবের গুলিতে পা হারানো সেই ঝালকাঠির লিমন আজ বিয়ে করেছেন। সেই লিমন হোসেন সেদিন যে কিনা এইচএসসি পরীক্ষার্থী ছিলো। ১ সপ্তাহ পর এইচএসসি পরীক্ষা তাঁর। বাড়ির কাছের মাঠে গরু আনতে গিয়ে র‍্যাবের গুলিতে আহত হয়েছিলেন কলেজছাত্র লিমন হোসেন।উপযুক্ত চিকিৎসার অভাবে তার বাম পা হাঁটু থেকে কেটে ফেলা হয়। এতে চিরতরে পঙ্গু হয়ে যান লিমন।
.
কিন্তু হার মানেননি লিমন। দরিদ্র ঘরের লিমন এরপর যা করেছেন তা স্রেফ অবিশ্বাস্য মনে হয়। পরের বছর এইচএসসি দিয়ে প্রথম বিভাগে পাশ করেছেন। গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকে হয়েছেন প্রথম শ্রেণীতে দ্বিতীয় হয়ে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলএমেও তাঁর ফলাফল ছিলো অসম্ভব রকম ভালো।এরপর লিমন গণ বিশ্ববিদ্যালয়েই যোগ দিয়েছেন। গত আগস্ট মাসে তিনি গণবিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে যোগ দেন।.আজ লিমনের সঙ্গে বিয়ে হলো যশোরের মেয়ে রাবেয়া বসরীর। রাবেয়া বসরি বললেন, ‘লিমন জীবনযুদ্ধে জয়ী হয়েছেন। সংগ্রাম করে নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠা করেছেন। আশা করি, দাম্পত্য জীবনে তিনি আরও দায়িত্বশীল হবেন।’




Leave a Reply

Your email address will not be published.