সমাজের আলো।।কাল কোন কিছু অনুকুলে ছিলো না বাংলাদেশের। স্বাগতিকদের কঠোরতায় মাঠে আসতে পারেননি প্রবাসীরা। মাঠেও জামাল তপুরা নিজেদের মেলে ধরতে পারেননি। আক্রমনভাতে মতিন ছিলেন একেবারে নিস্প্রভ। প্রথম ম্যাচে নেপালের কাছে হেরে তেতে থাকা মালদ্বীপ গতকাল শুরু থেকেই ছিলো আগ্রাসী। মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে দর্শকদের উন্মদনায় সময় যতো গড়িয়েছে সেই আগ্রাসী মনোভব আরো বেড়েছে স্বাগতিকদের। আর তাতেই উড়ে গেছে বাংলাদেশ। আগের ম্যাচে ১০জন নিয়ে ভারতকে রুখে দেয়া জামালরা এদিন স্বাগতিক মালদ্বীপের কাছে হারে ২-০ গোলে।




Leave a Reply

Your email address will not be published.