রবিউল ইসলাম ।। শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তারুজ্জামান এর অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠার পরও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। শ্যামনগর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামান অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত কিনা জানার জন্য আগ্রহী সুশীল সমাজ প্রতিদিন পত্রিকার দোকানগুলোতে পত্রিকা সংগ্রহ করতে দেখা যাচ্ছে এবং সর্বস্তরে চলছে সমালোচনার ঝড়।অনেকে বলছে অনিয়ম-দুর্নীতি করে যে টাকা কামিয়েছে তা দিয়ে বিভিন্ন মহল কে ম্যানেজ করে ফেলেছেন। যার কারণে বহাল তবিয়তে আছে শিক্ষা অফিসার আখতারুজ্জামান। শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার আখতারুজ্জামান। অনিয়ম-দুর্নীতির তথ্য যে সকল শিক্ষকবৃন্দ সাংবাদিকদের কাছে প্রদান করেছে তাদের উপর চলছে দেখে নেওয়ার হুমকি। শ্যামনগর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুজ্জামানের বিরুদ্ধে বেশ কয়েকদিন জাতীয় পত্রিকার সহ আঞ্চলিক পত্রিকাগুলোর উল্লেখ্য দুর্নীতির তথ্য —-২০১৯-২০ অর্থ বছরে শ্যামনগরে ১৯১ টি বিদ্যালয়ের মধ্যে ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ৪২ টি স্কুলে বরাদ্দ পায় ৪৫ লাখ ৫ হাজার টাকা। বিদ্যালয়ের বরাদ্দ কৃত টাকার চেক ছাড় পেতে শিক্ষকদের নগত মোটা অংকের টাকা উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামান সহ চার সহকারী শিক্ষা অফিসারকে দিতে হয়েছে। শিক্ষা অফিসারদের দূর্নীতির কারনে ভূক্তভোগী শিক্ষকরা এখন জনগনের কাছে প্রশ্নবিদ্ধ। এক স্থান থেকে অন্য স্থানে বদলির ভয় দেখিয়ে শিক্ষা অফিসার শিক্ষকদেরকে আতঙ্কিত করে তুলেছে। দূর্নীতির কারণে পাল্টে গেছে শিক্ষা অফিসের দৃশ্যপট। সবাই মুখে মুখে বলছে শিক্ষা অফিস এখন দূর্নীতির আখড়া। ৪২নং মরাগাং স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন. ৩১নং শ্রীফলকাটি স্খুলের প্রধান শিক্ষক আকিকুর রেজা (ইউনিয়ন শিক্ষক প্রতিনিধি) সহ অন্যান্য শিক্ষক প্রতিনিধিরা এবং ১৪৪ নং বন্যতলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম বলেন, আম্ফানের বরাদ্দকৃত টাকা ছাড় পেতে শিক্ষা অফিসারের সামনে সহকারী শিক্ষা অফিসার সোহাগ আলমের হাতে নগত ৪০ হাজার টাকা দিতে হয়েছে। ১৮৭ নং আস্তাখালী স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদের ও ১১৪ নং বাইনতলা স্কুলের প্রধান শিক্ষক দীপংকর কুমার ঘোষ সহ অনেক স্কুলের প্রধান শিক্ষকরা বলেন, ঘৃর্ণিঝড় আম্ফানের বরাদ্দের চেক নিতে সহকারী শিক্ষা অফিসারদের কাছে ২৬% হারে নগত ঘুষ ও ভ্যাট বাবদ ১২% হারে টাকা কেটে নিয়ে চেক প্রদান করেছেন। ঘুর্ণিঝড় আম্ফান খাতে ২৬% হারে নগত দূর্নীতি করেছে ১১ লাখ ৭১ হাজার টাকা ও ভ্যাট খাতে ১২% হারে দূর্নীতি করেছে ২ লাখ ৭০ হাজার টাকা। এ খাতে মোট দূর্নীতি করেছে ১৪ লাখ ৪১ হাজার টাকা। শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেয়ার বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলনের কাছে জানতে চাহিলে তিনি বলেন, ঘুষ গ্রহনের কথা সঠিক নয়। তিনি আরো বলেন, সহকারী শিক্ষা অফিসাররা এবং শিক্ষক সমিতির কিছু নেতারা মিলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে টাকা তুলেছেন বলে আমি শুনেছি। উপজেলা জুড়ে মুখোরচক খবর হচ্ছে উপজেলা শিক্ষা অফিস থেকে মিডিয়ার পিছনে প্রভাবশালী ব্যাক্তিদের মন রক্ষা করতে এমনকি প্রশাসনিক কর্তা ব্যক্তিকেও নগদ অর্থ দেয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.