সমাজের আলো : আশাশুনির বুধহাটা ইউনিয়ন আনসার ভিডিপি দলপতি নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে। বুধহাটা ইউনিয়ন আনসার ভিডিপি সদস্যগণের জেলা আনসার ভিডিপি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগে জানাগেছে, উপজেলার বুধহাটা ইউনিয়নের সাবেক দলপতি আব্দুস সামাদ সম্প্রতি স্ট্রোকজনিত কারনে মৃত্যুবরণ করেন।ফলে বুধহাটা ইউনিয়ন দলপতির পদটি শূন্য হয়ে যায়। ওই পদে নিয়োগ পাওয়ার জন্য ইউনিয়নের বহু প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য আগ্রহ প্রকাশ করে চলে এসেছেন। দলপতি নিয়োগ পেতে প্রশিক্ষণ প্রাপ্ত সার্টিফিকেটধারী সদস্য হতে হবে। কিন্তু বুধহাটা ইউনিয়নের নৈকাটি গ্রামের মহিলা দলনেত্রী আহম্মাদ মোড়লের কন্যা নাজমা খাতুন তার আপন সহোদর রাজু মোড়লকে ইউনিয়ন দলপতি (পুরুষ) পদে নিয়োগের সকল কার্যক্রম পাকাপোক্ত করে ফেলেছেন। অভিযোগকারীরা উল্লেখ করেছেন আশাশুনি উপজেলা আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন কুমার মিত্রের যোগসাজসে দলনেত্রী নাজমা খাতুন অধিক উৎকোচের বিনিময়ে স্বজনপ্রীতি করে নিজের সহোদরকে নিয়োগের ব্যবস্থা করেছেন।

যতদুর জানাগেছে নিয়োগপ্রাপ্ত রাজু মোড়ল এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশিক্ষণরত রয়েছেন। তার সার্টিফিকেট পাওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু সার্টিফিকেট ব্যতিত ও নিয়োগদানের কোন প্রচার ছাড়াই জেলা অফিস থেকে নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হলো ? এনিয়ে বুধহাটা ইউনিয়নের প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের মধ্যে হতাশা ও নানা প্রশ্নের দানা বেঁধেছে। অভিযোগকারীরা অনতিবিলম্বে উক্ত নিয়োগ বাতিল পূর্বক সরকারি বিধিমোতাবেক নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার দাবী জানিয়ে সাতক্ষীরা জেলা আনসার ভিডিপি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।




Leave a Reply

Your email address will not be published.