সমাজের আলো : সোনাবাড়ীয়া ইউনিয়নের বিট পুলিশিং কমিটির আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি সচেতনতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪অক্টোবর) বিকেলে উপজেলার সোনাবাড়ীয়া বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে সভা অনুষ্ঠিত হয়। সোনাবাড়ীয়া বিট পুলিশিং কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ¦ মীর খায়রুল কবীরের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইকবাল হোসেন বলেন-সোনাবাড়ীয়ায় কোন ধরনের নাশকতা সৃষ্টি করা যাবে না। এই এলাকায় কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকরতে চাইলে তার বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর ভাবে ব্যবস্থা নেবে। আপনারা স্কুল, মসজিদ ও মন্দিরে সর্তক্যতা সৃষ্টি করবেন। যাতে এলাকায় কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকরতে না পারে তার জন্য সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন থাকতে হবে। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন-সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান বেনজির হেলাল, সোনাবাড়ীয়া ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি সিদ্ধেশ^র চক্রবর্তী,সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, সোনাবাড়ীয়া ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নয়ন রঞ্জন মজুমদার, সোনাবাড়ীয়া ইউনিয়ন পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আনারুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সালাম, ইউপি সদস্য নরুল হক, সাদ্দাম হোসেন, সোনাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ওমর ফারুক, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান লাভলু, কলারোয়া থানার এসআই আবু সাঈদ, জসিম, সোহরাব হোসেন, আব্দুল বারী, এএসআই জসিম, মেজবাহ সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া থানার এসআই আব্দুল হামিদ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *